অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুরশিদ বলেছেন, অস্বচ্ছতা দূর করে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এ স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবর্তন করা হতে পারে। গতকাল সচিবালয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি আরও বলেন, এই যে একটা মাস বাচ্চারা এভাবে লড়ল। ওরা আমাদের বীরসন্তান। এ দেশে ওদের মতো সাহসী আর কেউ নেই। আমরা যে পরিবর্তনগুলো আনব তার একটি হবে তরুণদের কেন্দ্র করে। বড় পরিকল্পনা নেওয়ার ইচ্ছা আছে। মন্ত্রণালয়ে আমাদের সঙ্গে তাদের কাজ করার একটা সুযোগ আমি দেব।