মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে গতকাল দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে মিয়ানমারে অবিলম্বে আসিয়ান শান্তি ফরমুলা বলবৎ করার প্রশ্নে ঐকমত্য হয়েছে। ১০ বছর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভারত সফরে এলেন। ১১টি এশীয় দেশ নিয়ে গঠিত আন্তসরকার সংস্থা আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ান নেশনস)-এর সভাপতি ২০২৫ সাল থেকে হবে মালয়েশিয়া। দ্বিপক্ষীয় বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব জয়দীপ মজুমদার বলেন, মিয়ানমার ভারতের নিকট প্রতিবেশী। দুই প্রধানমন্ত্রী মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
তিনি এও বলেন, দুই প্রধানমন্ত্রী সহমত হয়েছেন অবিলম্বে আসিয়ান শান্তি ফরমুলা বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে ভারত মালয়েশিয়াকে সম্পূর্ণ সমর্থন করবে। এ শান্তি প্রতিষ্ঠা যেন টেকসই হয়। গত বছর মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার সমস্ত দেশকে আহ্বান জানায় মিয়ানমারের সেনাশাসনের বিরুদ্ধে চাপ তৈরি করতে। কারণ তারা শান্তিপ্রক্রিয়া বলবৎকরণে বাধা দিচ্ছে। বৈঠক শেষে হায়দরাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রী যৌথ প্রেস বিবৃতি দেন। প্রধানমন্ত্রী ইব্রাহিম ভারতের মোদিকে ‘আমার দোস্ত’ ও ‘বড় ভাই’ বলে সম্বোধন করেন। তিনি বলেন, ‘আমরা দুজন খোলা মনে সব বিষয়ে আলোচনা করেছি। এর মধ্যে স্পর্শকাতর বিষয় রয়েছে। বাণিজ্য ও আর্থিক সম্পর্কের বাইরে অনেক বিষয়ে কথা হয়েছে।’ উভয় দেশ কর্মসংস্থান ও কর্মী ফেরত আনার বিষয়ে শ্রমচুক্তি স্বাক্ষর করেছে। মালয়েশিয়ায় ১ লাখ ৮০ হাজারের বেশি ভারতীয় কর্মী রয়েছে। মোদি জানান, উভয় দেশ দেশি মুদ্রায় বাণিজ্য শুরু করেছে।