বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই সারাহ কুক। তিনি আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। এ ছাড়া বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের প্রতি ইউকের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে গতকাল এক পরিচিতিমূলক সাক্ষাৎকারে তিনি এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একটি মসৃণ গণতান্ত্রিক রূপান্তরে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের কথা স্বীকার করেন। তিনি যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের বাংলাদেশ-ইউকে সম্পর্কের অত্যন্ত শক্তিশালী উপাদান হিসেবে তুলে ধরে হাইকমিশনারকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইউকে সরকারের স্কলারশিপের সংখ্যা বৃদ্ধি এবং যুক্তরাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা ইস্যু বেগবান করার অনুরোধ জানান। ব্রিটিশ হাইকমিশনার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। তিনি যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশ জনগোষ্ঠী, কমনওয়েলথ ঐতিহ্য ও অভিন্ন মূল্যবোধের দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ ও যুক্তরাজ্যের জনগণের মধ্যে পারস্পরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে গণতান্ত্রিক রূপান্তর ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া পররাষ্ট্র সচিব মিয়ানমার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে দ্রুত, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপ বাড়ানোর আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অংশীদারত্ব ও পারস্পরিক স্বার্থ, বিশেষ করে ব্যবসা ও বাণিজ্য, পাচারকৃত সম্পদের ফিরিয়ে আনা, সমুদ্র নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও শ্রমের গতিশীলতা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।
শিরোনাম
- কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক কৃষককে সবজি চারা বিতরণ
- ফ্যাটি লিভার চিকিৎসায় বশেমুরবিপ্রবি উপ-উপাচার্যের সাফল্য
- পলিথিনের ব্যবহার রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা কার্যক্রম
- রেলের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা বাতিল
- স্বর্ণজয়ী শুটার সাদিয়া মারা গেছেন
- তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
- বগুড়ায় অবৈধ কয়েল ফ্যাক্টরিকে জরিমানা
- কুলাউড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একসাথে কাজ করার আহ্বান
- পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি বাঙালিদের
- বগুড়ায় কৃষি জমির মাটি কাটায় জরিমানা
- বাংলাদেশ নিয়ে একটি গোষ্ঠী সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ১৪৮৭ মামলা
- গুপ্তধন ভেবে 'গ্রেনেড' লুকিয়ে রাখল কৃষক
- আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল টাইগ্রেসরা
- ১২০ দিন পর ছাত্র আন্দোলনে নিহত রাব্বির লাশ উত্তোলন
- এ দেশের মানুষ ভারতবিরোধী নয় : সাখাওয়াত হোসেন
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রাশেদুল ইসলাম
- বিপ্লবের মূল শর্ত সংস্কার, সেই সংস্কারের পরেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
- মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত
- আন্দোলনে চোখ হারিয়ে দুর্বিষহ দিন কাটছে হতদরিদ্র বারেকের
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
গণতান্ত্রিক রূপান্তরে ব্রিটেনের সমর্থন
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পতনের পর দলে দলে সংখ্যালঘু ভারতে পালানোর তথ্য সঠিক নয়: দ্য হিন্দু
৫ ঘন্টা আগে | পূর্ব-পশ্চিম
মা অসুস্থ-বাবা কারাগারে, সেই দুঃসময়ের স্মৃতিচারণ করলেন মির্জা ফখরুলের মেয়ে
৫ ঘন্টা আগে | ফেসবুক কর্নার