নতুন করে বিভিন্ন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য ডিসিদের ফিট লিস্ট কার্যক্রম শুরু হচ্ছে। ফিট লিস্ট প্রণয়ন কমিটির কাছে যাচ্ছে ৬ শতাধিকের বেশি উপসচিবের নাম, যারা ডিসি হওয়ার দৌড়ে আছেন। সেখান থেকে পর্যায়ক্রমে সাক্ষাৎকার নেবে ডিসি ফিট লিস্ট প্রণয়ন কমিটি। এরপর চূড়ান্ত তালিকা করে সেখান থেকে ডিসি পদে পদায়ন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে বেশির ভাগ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন ডিসিদের মধ্যে অনেকের বিরুদ্ধে নানারকম অভিযোগ রয়েছে। ফলে নতুন কর্মকর্তাদের মধ্য থেকে ডিসি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দ্রুতই ডিসি পদে রদবদল করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিকভাবে তিনটি ব্যাচ থেকে ৬ শতাধিক কর্মকর্তার নামের তালিকা তৈরি করছে। সেটি উপস্থাপন করা হবে ফিট লিস্ট কমিটির কাছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ডিসি ফিট লিস্টের উচ্চপর্যায়ের কমিটি রয়েছে। এবার নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ২৮ ব্যাচকে বিবেচনায় নেওয়া হচ্ছে। এ ছাড়াও পূর্বের লেফট আউট হিসেবে ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তারাও যুক্ত হবেন। সূত্র জানায়, প্রাথমিকভাবে ডিসি হওয়ার দৌড়ে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের সবার নামই উপস্থাপন করা হবে ফিট লিস্ট প্রণয়ন কমিটির কাছে। এ তালিকায় ২৫ ব্যাচের প্রায় ১৯০ জন, ২৭ ব্যাচের প্রায় ২৫০ এবং ২৮ ব্যাচে ১৭০ জনের বেশি কর্মকর্তার নাম যাচ্ছে কমিটির কাছে। ইতোমধ্যে ২৪ ব্যাচের যারা ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের মাঠ থেকে তুলে আনা হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ডিসি সম্মেলন। এর আগেই নতুন ডিসি পদায়ন করা হবে। এটা জনপ্রশাসন নিয়োগ দেয়, তবে মাঠ প্রশাসন দেখভাল করে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী জানুয়ারিতে নতুন ডিসি নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ নতুন যারা দায়িত্বে আসবেন তারা ডিসি সম্মেলনে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, ডিসি নিয়োগের জন্য আবারও বাছাই তালিকা (ফিট লিস্ট) করা হবে। তাদের মধ্য থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে। ফিট লিস্ট কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে জানতে চাইলে জনপ্রশাসনের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান বলেন, আমরা এটি নিয়ে প্রস্তুত আছি। তিনটি ব্যাচ থেকে বাছাই করে ডিসি ফিট লিস্ট করবে কমিটি। আমরা এখনো কমিটির তারিখ পাইনি। তবে অতি দ্রুতই এটি শুরু হচ্ছে।