প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না। যদি নিরপেক্ষ নির্বাচন হয় অবধারিত বিএনপি ক্ষমতায় আসবে। পলাতক সরকারের কিছু লোক ভারতে আশ্রয় নিয়েছেন। তারা চেষ্টা করবে দেশে অশান্তির সৃষ্টি করার জন্য। দেশের মানুষ এসব ষড়যন্ত্রকে মোকাবিলা করতে প্রস্তুত। গতকাল কুমিল্লা নগরীর একটি কনফারেন্স হলে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে যুক্তরাজ্যেও লন্ডন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম।
এতে কুমিল্লা বিভাগের ছয়টি জেলা, মহানগর, পৌরসভা বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন।
ড. মোশাররফ আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি জনগণের সঙ্গে আছে। ৩১ দফা আমরা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ১৬ বছর ধরে নানাভাবে আপনারা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।