অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। প্রত্যক্ষ কর আহরণে গুরুত্ব না দিয়ে পরোক্ষ করের ওপর নির্ভর করা হচ্ছে। ধারাবাহিকভাবে সুদহার বাড়তে থাকলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। ব্যবসায় বাধা উচ্চ করহার। চলতি অর্থবছর প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ। ‘শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামে বক্তারা এসব কথা বলেন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি-২০২৪। সিম্পোজিয়ামের প্রথম অধিবেশনে অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। শ্বেতপত্র কমিটির প্রধান ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। কর সংগ্রহ করতে হলে ক্রমান্বয়ে প্রত্যক্ষ করের কাছে যেতে হয়। আমরা প্রত্যক্ষ কর আহরণে কোনো পরিকল্পনা দেখিনি। যারা কর দেয় না তাদের ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা জানা গেল না। আমাদের এটা চিন্তিত করেছে। আগামী গরমে জ্বালানি পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছি। দেবপ্রিয় বলেন, এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা, প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে গতিশীল করতে চাই তারা ধৈর্যহারা হয়ে যাব। সংস্কারের পক্ষের মানুষগুলো অর্থনৈতিক অস্বস্তি ও নিরাপত্তার অভাব থেকে সুষম সংস্কারের পক্ষ থেকে সরে যেতে পারে। তিনি আরও বলেন, রেকর্ড পরিমাণ আমন উৎপাদন করেও সংগ্রহ অভিযানে সাফল্য নেই। সংগ্রহ অভিযানে আগে যেমন দুর্নীতি ছিল, তা এখনো আছে। কৃষক তার ফসলের মূল্য পাচ্ছে না। সামাজিক সুরক্ষা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে। এই সরকার কী ধরনের অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন এই অর্থনীতিবিদ। আগামী বাজেটকে কেন্দ্র করে সরকারের অর্থনৈতিক আলোচনা দরকার। প্রবৃদ্ধির ধার কমে গেছে, ব্যক্তি খাতে বিনিয়োগ কমে গেছে, কর্মসংস্থানে সমস্যা রয়ে গেছে। অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ন্যূনতম মজুরি বাড়ানো হলেও উৎপাদন বাড়েনি। বিদ্যুৎ ও গ্যাসের খরচ এবং অর্থায়নের খরচ বাড়ানো হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি ঋণের সুদ বাড়িয়ে ২৫ শতাংশ করেন তাহলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমাদের সাশ্রয়ী সুদহারে ঋণ প্রয়োজন। এগুলো না হলে ব্যবসা করতে পারব না। ব্যবসার বাধা উচ্চ করহার। রপ্তানি আয় বাড়ানোর জন্য তৈরি পোশাক খাতের জন্য যত সুবিধা দেওয়া হয়, অন্য খাতে তার অর্ধেকও পায় না। ব্যবসায়ীদের সহায়তা করুন, প্লিজ। সরকারি দপ্তরের সঠিক জায়গায় সঠিক কর্মকর্তাকে বসানোর অনুরোধ করেন তিনি। কস্ট অব ডুয়িং বিজনেসে নজর দেওয়ার অনুরোধ জানান। মেট্রো পলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক প্রেসিডেন্ট বলেন, আমরা অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তার অভাব বোধ করছি। ভোক্তার আস্থা একেবারে নিচে নেমে গেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও নেতিবাচক। অর্থনীতি কঠিন চাপের মধ্যে আছে। ৩৪ বছরের ব্যবসা জীবনে আমি সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করছি। আমি ১৬ হাজার মানুষের কর্মসংস্থান করেছি। আমার বাংলাদেশি ছাড়া আর কোনো পাসপোর্ট নেই। আমাদের ব্যবসায় চাপ অনুভব করছি। আমরা আস্থা, সহায়তার অভাব বোধ করছি। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার ৮ লাখ কোটি টাকার মতো হতে পারে বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির সদস্য ও বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৪২ হাজার কোটি টাকা এবং ঘাটতি ধরা হবে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ। ৫ শতাংশে উঠতে গেলে সময় লাগবে আরও দুই বছর। তিনি আরও বলেন, গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ ৭ লাখ ৫৫ হাজার কোটি টাকার মতো। এটা গত জুন শেষে ছিল ৬ লাখ ৭৫ হাজার কোটি টাকা। সরকারিভাবে ২০১৪ সাল থেকে প্রবৃদ্ধি বাড়ার কথা বলা হলেও আমরা দেখেছি ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি কমেছে। মূল্যস্ফীতির আগুন নেভাতে পানির বদলে তেল ঢালা হয়েছে। ২০২২ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি মাসে ১০০ কোটি ডলার রিজার্ভ কমেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারিভাবে ৭ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল, সেখানে আমাদের বিশ্লেষণে পেয়েছি ৪ দশমিক ২ শতাংশ।
শিরোনাম
- কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার
- নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই বাড়ছে : সাইফ আলী খান
- টানা পাঁচ ঘণ্টা ধরে অবরুদ্ধ জবি উপাচার্য-কোষাধ্যক্ষ-প্রক্টর ও রেজিস্ট্রার
- গাজীপুরে ট্রাফিক সদস্যদের স্বচ্ছতা নিশ্চিতে লাগানো হচ্ছে বডিঅন ক্যামেরা
- রাঙামাটিতে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
- তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ
- বরিশালে ট্যাংকলরি শ্রমিকদের ৬ ঘণ্টা কর্মবিরতি পালন
- ‘তরুণদের স্পিরিট কাজে লাগিয়ে দেশ গড়তে হবে’
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা
- কুমিল্লায় একই পরিবারের চারজন নিহত: উল্টোপথে আসা সেই বাস জব্দ
- দুইজন ইউটিউব খুলে সাংবাদিক সেজে চাঁদাবাজি করেই যাচ্ছে : ইলিয়াস
- শরীয়তপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত
- হল্টের বিধ্বংসী সেঞ্চুরিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স
- মোহাম্মদপুর থানার ওসিসহ ডিএমপির তিন পরিদর্শক বদলি
- গণপিটুনিতে হত্যার বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন
- দুই দফা দাবিতে জবি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের প্রশাসনিক ভবন অবরোধ
- ফতুল্লা স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না আসছে : বিসিবি সভাপতি
- রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু
- কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
সীমাহীন উদ্বেগ
ভ্যাট বৃদ্ধি অবিবেচনাপ্রসূত সুদ বাড়লে ব্যবসা বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর