বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধির পথ সুগম করার অভিপ্রায়ে ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে হচ্ছে ‘৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠান। গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক সমাবেশে ৩ হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এদের মধ্যে শতাধিক দেশের রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্কলার রয়েছেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে নিউইয়র্কে এসেছেন ব্যারিস্টার জাইমা। তিনি লং আইল্যান্ডে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করেন। ৫ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেবেন। ব্যারিস্টার জাইমার আগমন ঘিরে যুক্তরাষ্ট্রে বিএনপি পরিবারে এক ধরনের উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। যদিও কেউই এয়ারপোর্টে তাকে স্বাগত জানানোর সুযোগ পাননি কিংবা প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের পর দলীয় কোনো ফোরামে তিনি কথা বলবেন কি না তা জানা যায়নি। তবুও কেন এত উচ্ছ্বাস, আনন্দ আর আবেগ? জবাবে নিউইয়র্কে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট এ সংবাদদাতাকে বললেন, আন্তর্জাতিকভাবে এমন গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধিত্ব করার দায়িত্ব নিয়ে এসেছেন ব্যারিস্টার জাইমা রহমান। এটা প্রবাসের সব বাংলাদেশির জন্যেই অহংকার আর গৌরবের। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, ব্যারিস্টার জাইমা বিশ্বসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বার্তা উপস্থাপনে সক্ষম হবেন। এই ব্রেকফাস্ট প্রেয়ারে যোগদানের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও যুক্তরাষ্ট্রে এসেছেন। তারা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা যায়নি। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং ম্যারিল্যান্ড বিএনপির নেতা-কর্মীদের অনেকেই ওই প্রেয়ার ব্রেকফার্স্টে অংশ নেবেন। বিশেষ প্রার্থনা সমাবেশটি অনলাইনেও সম্প্রচারিত হবে।
শিরোনাম
- শ্রমিকদের ন্যায্য আদায়ের লড়াইয়ে পাশে আছে বিএনপি : আমীর খসরু
- টেসলার সিইও হিসেবে ইলন মাস্ককে পরিবর্তনের খবর মিথ্যা
- আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
- মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!
- “রাত না কাটালে বাদ!” অঞ্জনার বিস্ফোরক স্বীকারোক্তি
- উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
- ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত
- করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান
- দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান মির্জা ফখরুলের
- ফেনীতে মে দিবসে আলোচনা সভা
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- দিনাজপুরে র্যালি-আলোচনায় প্রাণবন্ত মে দিবস