বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধির পথ সুগম করার অভিপ্রায়ে ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে হচ্ছে ‘৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠান। গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক সমাবেশে ৩ হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এদের মধ্যে শতাধিক দেশের রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্কলার রয়েছেন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে নিউইয়র্কে এসেছেন ব্যারিস্টার জাইমা। তিনি লং আইল্যান্ডে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করেন। ৫ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেবেন। ব্যারিস্টার জাইমার আগমন ঘিরে যুক্তরাষ্ট্রে বিএনপি পরিবারে এক ধরনের উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে। যদিও কেউই এয়ারপোর্টে তাকে স্বাগত জানানোর সুযোগ পাননি কিংবা প্রেয়ার ব্রেকফাস্টে যোগদানের পর দলীয় কোনো ফোরামে তিনি কথা বলবেন কি না তা জানা যায়নি। তবুও কেন এত উচ্ছ্বাস, আনন্দ আর আবেগ? জবাবে নিউইয়র্কে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট এ সংবাদদাতাকে বললেন, আন্তর্জাতিকভাবে এমন গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধিত্ব করার দায়িত্ব নিয়ে এসেছেন ব্যারিস্টার জাইমা রহমান। এটা প্রবাসের সব বাংলাদেশির জন্যেই অহংকার আর গৌরবের। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, ব্যারিস্টার জাইমা বিশ্বসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বার্তা উপস্থাপনে সক্ষম হবেন। এই ব্রেকফাস্ট প্রেয়ারে যোগদানের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও যুক্তরাষ্ট্রে এসেছেন। তারা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা যায়নি। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং ম্যারিল্যান্ড বিএনপির নেতা-কর্মীদের অনেকেই ওই প্রেয়ার ব্রেকফার্স্টে অংশ নেবেন। বিশেষ প্রার্থনা সমাবেশটি অনলাইনেও সম্প্রচারিত হবে।
শিরোনাম
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
জাইমা রহমান যুক্তরাষ্ট্রে
যুুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর