জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি বলেন দেশে কোনো উন্নয়ন হয়নি, আমি তার সঙ্গে একমত নই। তবে এটুকু স্পষ্ট করে বলতে চাই উন্নয়নের যে সম্ভাবনা ছিল অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তারা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেননি। দেশ বদলে দেওয়ার পরিবর্তে অনেক নেতা নিজেদের বদলিয়েছেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইফতার মাহফিলে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, আমার চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়- এটি যদি সত্যিই রাজনীতির স্লোগান হয়ে থাকে তাহলে দেশের স্বার্থই বড় করে দেখার কথা ছিল তাদের। কিন্তু বাস্তবে রাজনৈতিক নেতারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এর প্রমাণ তুলে ধরতে পারেননি। সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, গণমাধ্যমে যারা রয়েছেন তাদের বুক টান করে দাঁড়ানো দরকার। আপনারা আমাদের কর্মকান্ডের প্রশংসা করবেন কি না জানি না, তবে সমালোচনা করতে ভুলে যাবেন না। এক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে বিবেচনায় রাখতে হবে। তাহলে এই সমালোচনা আমাদের সংশোধনে সাহায্য করবে। তিনি বলেন, আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছেন অন্যদের বেলায় না করলেও আমাদের বেলায় তা করবেন। কারণ আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। কারণ ব্যক্তি বা দল কেউই দাবি করতে পারবে না যে, তারা ভুলের ঊর্ধ্বে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্যে তিনি বলেন, আমার জীবনে কখনো জাকাত ও ইনকাম ট্যাক্সে ফাঁকি দিইনি। তারপরও আয়কর মামলায় ১১ বছর সাজা হয়েছিল আমার। তিনি আরও মন্তব্য করেন, সাংবাদিকরা তাদের ইচ্ছামতো লিখতে পারেন না। কারণ গণমাধ্যমের স্বাধীনতা আছে; তবে সাংবাদিকদের স্বাধীনতা নেই। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইনুল হাসান সোহেল।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা