জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি বলেন দেশে কোনো উন্নয়ন হয়নি, আমি তার সঙ্গে একমত নই। তবে এটুকু স্পষ্ট করে বলতে চাই উন্নয়নের যে সম্ভাবনা ছিল অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তারা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেননি। দেশ বদলে দেওয়ার পরিবর্তে অনেক নেতা নিজেদের বদলিয়েছেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইফতার মাহফিলে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, আমার চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়- এটি যদি সত্যিই রাজনীতির স্লোগান হয়ে থাকে তাহলে দেশের স্বার্থই বড় করে দেখার কথা ছিল তাদের। কিন্তু বাস্তবে রাজনৈতিক নেতারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এর প্রমাণ তুলে ধরতে পারেননি। সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, গণমাধ্যমে যারা রয়েছেন তাদের বুক টান করে দাঁড়ানো দরকার। আপনারা আমাদের কর্মকান্ডের প্রশংসা করবেন কি না জানি না, তবে সমালোচনা করতে ভুলে যাবেন না। এক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে বিবেচনায় রাখতে হবে। তাহলে এই সমালোচনা আমাদের সংশোধনে সাহায্য করবে। তিনি বলেন, আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছেন অন্যদের বেলায় না করলেও আমাদের বেলায় তা করবেন। কারণ আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। কারণ ব্যক্তি বা দল কেউই দাবি করতে পারবে না যে, তারা ভুলের ঊর্ধ্বে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্যে তিনি বলেন, আমার জীবনে কখনো জাকাত ও ইনকাম ট্যাক্সে ফাঁকি দিইনি। তারপরও আয়কর মামলায় ১১ বছর সাজা হয়েছিল আমার। তিনি আরও মন্তব্য করেন, সাংবাদিকরা তাদের ইচ্ছামতো লিখতে পারেন না। কারণ গণমাধ্যমের স্বাধীনতা আছে; তবে সাংবাদিকদের স্বাধীনতা নেই। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইনুল হাসান সোহেল।
শিরোনাম
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার