জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ যদি বলেন দেশে কোনো উন্নয়ন হয়নি, আমি তার সঙ্গে একমত নই। তবে এটুকু স্পষ্ট করে বলতে চাই উন্নয়নের যে সম্ভাবনা ছিল অতীতে যারা দেশ পরিচালনা করেছেন তারা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারেননি। দেশ বদলে দেওয়ার পরিবর্তে অনেক নেতা নিজেদের বদলিয়েছেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইফতার মাহফিলে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, আমার চেয়ে দল বড়, দলের থেকে দেশ বড়- এটি যদি সত্যিই রাজনীতির স্লোগান হয়ে থাকে তাহলে দেশের স্বার্থই বড় করে দেখার কথা ছিল তাদের। কিন্তু বাস্তবে রাজনৈতিক নেতারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এর প্রমাণ তুলে ধরতে পারেননি। সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, গণমাধ্যমে যারা রয়েছেন তাদের বুক টান করে দাঁড়ানো দরকার। আপনারা আমাদের কর্মকান্ডের প্রশংসা করবেন কি না জানি না, তবে সমালোচনা করতে ভুলে যাবেন না। এক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে বিবেচনায় রাখতে হবে। তাহলে এই সমালোচনা আমাদের সংশোধনে সাহায্য করবে। তিনি বলেন, আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছেন অন্যদের বেলায় না করলেও আমাদের বেলায় তা করবেন। কারণ আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। কারণ ব্যক্তি বা দল কেউই দাবি করতে পারবে না যে, তারা ভুলের ঊর্ধ্বে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্যে তিনি বলেন, আমার জীবনে কখনো জাকাত ও ইনকাম ট্যাক্সে ফাঁকি দিইনি। তারপরও আয়কর মামলায় ১১ বছর সাজা হয়েছিল আমার। তিনি আরও মন্তব্য করেন, সাংবাদিকরা তাদের ইচ্ছামতো লিখতে পারেন না। কারণ গণমাধ্যমের স্বাধীনতা আছে; তবে সাংবাদিকদের স্বাধীনতা নেই। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিমসহ অন্যরা উপস্থিত ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইনুল হাসান সোহেল।
শিরোনাম
- বাংলাদেশ সফর স্থগিত করলেন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী: ডন নিউজ
- আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে : মামুনুল হক
- ভারত-পাকিস্তান : কার সামরিক শক্তি কত?
- ৬৪ জেলায় স্থাপিত হবে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র
- অবশেষে মুক্তি পেলেন সাংবাদিক টিপু
- কাশ্মীর উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনার হাতে আটক বিএসএফ জওয়ান
- বাংলাদেশ পুনর্গঠনে ড. ইউনূসকে সহায়তার আশ্বাস কাতার প্রধানমন্ত্রীর
- আকাশপথ বন্ধসহ ভারতের বিরুদ্ধে সেসব সিদ্ধান্ত নিল পাকিস্তান
- প্লে-অফ স্বপ্ন বাঁচিয়ে রাখতে বেঙ্গালুরুর মুখোমুখি রাজস্থান
- সচিবালয়ের ৭ ভবন বিদ্যুৎহীন থাকবে শুক্রবার
- পানি আটকানো ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হবে, ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের
- একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকা ও ইসরায়েল
- বীরগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১
- সীমানা নির্ধারণ করে বন রক্ষা, বালু-দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স : পরিবেশ উপদেষ্টা
- দুর্নীতির দায়ে অভিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুন
- কাশ্মীরের ঘটনায় পাকিস্তানি অভিনেতার দুঃখ প্রকাশ
- তন্ময়সহ শেখ পরিবারের চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ইয়াবা মামলায় ট্রাক চালক ও তার সহকারীর যাবজ্জীবন
- মার্কিন ভোটারদের সমর্থন হারাচ্ছেন ট্রাম্প, নতুন জরিপ
- পিএসএল খেলতে যাচ্ছেন নাহিদ রানা!
জামায়াত আমির
দেশের পরিবর্তে নিজেকে বদলিয়েছেন অনেক নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর