আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমাদের রাজনীতি ও সমাজব্যবস্থায় নৈতিকতার চর্চা কমে গেছে। রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের মাঝে জনসেবার মনোভাব ফিরিয়ে আনতে হবে। কেবল আইন প্রণয়ন করলেই হবে না, এগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করাও জরুরি। গতকাল রাজধানীর ডেমরা কোনাপাড়ার আদর্শবাগ আলী মোহাম্মদ রোডের নলেজ একাডেমিক কেয়ার সংলগ্ন মাঠে পিরোজপুরবাসী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়ানগর একতাবদ্ধ সংগঠনের প্রধান উপদেষ্টা এ টি এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও নাগরিক ফোরামের সহসম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জামায়াতের পিরোজপুর জেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হাবিবুর রহমান, যাত্রাবাড়ী (পূর্ব) থানার আমির মাওলানা মিজানুর রহমান মালেক, যাত্রাবাড়ী (পশ্চিম) থানা আমির মো. শাহজাহান খানসহ অন্যরা বক্তব্য দেন। মাসুদ সাঈদী বলেন, একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য মৌলিক কিছু সংস্কার প্রয়োজন, যা এখন সময়ের দাবি।
জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সামাজিক মূল্যবোধকে পুনর্জাগরণ করাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। তিনি বলেন, বাংলাদেশের জন্ম হয়েছিল সাম্য, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু আজও আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন থেকে দূরে রয়েছি। রাজনীতির বিভাজন, সামাজিক অসহিষ্ণুতা ও বিচারহীনতার সংস্কৃতি আমাদের অগ্রযাত্রাকে বারবার থামিয়ে দিয়েছে। মাসুদ সাঈদী বলেন, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।