প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়াও জাতীয় সংসদ নির্বাচনের আগে দৃশ্যমান বিচার প্রক্রিয়া দেখতে চায় দলটি। এসব বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস ইতিবাচক বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে গতকাল রাতে বৈঠক করার পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, আমরা আগে প্রয়োজনীয় সংস্কার এবং বিচারের বিষয়ে দাবি জানিয়েছি। প্রয়োজনীয় সংস্কার শেষ করতে যদি আরও একটু সময় লাগে সেক্ষেত্রে আগামী রমজানের পর পর্যন্ত সময় নিতে পারে। কিন্তু রমজানের পরে বেশি সময় দেওয়ার পক্ষে না।
তিনি বলেন, দেশে গত কয়েক দিন যে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে সেই প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অসন্তুষ্টি প্রকাশ করেন। সেখান থেকে দেশে এক ধরনের অনিশ্চয়তা দেখা যায়। এখন সে অনিশ্চয়তা ও সংকট অনেকটাই কেটে গেছে। দেশ সবার, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদত্যাগ চাইল বিএনপি আর ফতোয়া দেবে জামায়াতে ইসলামী? এটা কি মানায়? যারা তিনজনের পদত্যাগ চেয়েছেন তারাই সে ব্যাখ্যা দেবেন। আমরা কারও পদত্যাগ চাইনি।