স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবে। এ ছাড়া মাঠে থাকবে নৌবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা। গতকাল ঢাকার অদূরে কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশে অবাধ ও সুষ্ঠু ভোট সম্ভব। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না তা জেলা থেকে ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়। তিনি বলেন, এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও আকৃষ্ট করতে প্রতিটি ভোট কেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে। পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য থাকবে আলাদা বুথ। এ ছাড়া নারী ও পুরুষের জন্য আলাদা বুথ তো থাকছেই। উপদেষ্টা আরও বলেন, নিরীহ নিরপরাধ ব্যক্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে সতর্ক থাকতে হবে। টাকার লোভে অনেকের নামে জুলাই আগস্টের মামলা হয়েছে। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত জুলাইয়ের থেকে এ জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। থানায় কেউ আসত না। আনসার বাহিনী বিদ্রোহ করছিল, অন্যান্য বাহিনীও অতটা সক্রিয় ছিল না। এখনো হয়তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তবে পরিস্থিতি যে পর্যায়ে আছে আমাদের নির্বাচন করতে কোনো সমস্যা নেই। তবে স্বাধীনতার পরে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এমন খবর পাওয়া যায়নি।