বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘হাসিনা কংসের মতো মানুষ হত্যা করেছেন। মাত্র ১৫ দিনে দেশে ১ হাজার ৫০০ মানুষ হত্যা করেছেন। শিশু এবং হিন্দুও বাদ যায়নি। কংস যেমন একটি দেশ উড়িয়ে দিয়েছিল, তেমন শেখ হাসনিা একটি দেশ ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন।’ গতকাল সকালে সিরাজগঞ্জ শহরের ভাসানী কলেজের সামনে সনাতনধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ধর্ম ভিন্ন ভিন্ন হলেও সৎ উপার্জন, সৎকর্ম ও ভালোমানুষ হওয়ার কথা প্রতিটি ধর্মেই উল্লেখ রয়েছে। আমরা সেটা মেনে চলতে পারি। আমাদের সবার সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে সব শেষ হয়ে গেছে।’ রাজনীতি সমাজ ও ধর্মের বাইরে রেখে দেশ এগিয়ে নিতে সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস।