রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র তুলেছেন ৪৭৯ জন পদপ্রার্থী। এদের মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৩ পদে লড়ছেন ৩৯৫ জন, সিনেট সদস্য পদে ৮৪ জন। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. সেতাউর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ (বুধবার) মনোনয়ন বিতরণ শেষ হলো। তফসিল অনুসারে বাকি কাজ সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। কমিশনের তথ্যমতে, কেন্দ্রীয় সংসদে ৩৯৫ জনের মধ্যে ভিপি পদে ১৪ জন মনোনয়নপত্র তুলেছেন। এ ছাড়া জিএস পদে ৮, এজিএস পদে ১০, ক্রীড়া ও খেলাধুলাবিষয়ক সম্পাদক পদে ৮, সহকারী ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে ৩, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৩, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৪, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৭, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৪, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ৫, সহকারী সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ৭, পরিবেশ ও সমাজকল্যাণ- বিষয়ক সম্পাদক পদে ১৩, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক- সম্পাদক পদে ১১, মহিলাবিষয়ক সম্পাদক পদে ৫, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক পদে ৪, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৪, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৬, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে ৯, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৫ এবং কার্যনির্বাহী সদস্য ৪ পদে ৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে হল সংসদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। এদিকে প্যানেল হিসেবে ছাত্রদল ৩০টি, শিবির ৩১টি, গণতান্ত্রিক ছাত্রজোট ২৮টি, ছাত্র অধিকার পরিষদ ও উত্তরণ সাহিত্য সংগঠন ২৬টি, আধিপত্য বিরোধী ঐক্য ২৬টি, অপরাজেয় ৭১ জাগ্রত ২৪-১৪টি, সচেতন শিক্ষার্থী সংসদ ১৫টি মনোনয়নপত্র তুলেছে।
এদিকে ডোপ টেস্টের সময় ৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পর্যন্ত ৮৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।