নাগরিকত্ব সংশোধনী আইনে (সিএএ) নাগরিকত্বের জন্য আবেদন জানানোর সময়সীমা আরও ১০ বছর বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এখন থেকে এ আইনে নথি ছাড়াই বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুরা ভারতে থাকতে পারবেন।
গত সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান) ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে ঢুকেছেন, তাঁরা সবাই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জমা দিতে পারবেন। এই সময়সীমা আগে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এই আদেশ অনুসারে, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ভারতে আগত অমুসলিম নাগরিকরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে বা তার আগে পাসপোর্ট বা অন্য ভ্রমণ নথি ছাড়াই দেশে প্রবেশ করেছিলেন, অথবা পাসপোর্ট বা অন্য ভ্রমণ নথি এবং এই জাতীয় নথির মেয়াদ শেষ হয়ে গেছে, তারা পাসপোর্ট বা অন্য কোনো ভ্রমণ নথি ছাড়াই দেশটিতে থাকতে পারবেন।