কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। গতকালের এ হামলায় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়া হামাস প্রতিনিধিদের লক্ষ্য করে এ হামলা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানায়, এ হামলার লক্ষ্য ছিল হামাসের নির্বাসিত গাজাপ্রধান ও শীর্ষ আলোচক খালিল আল-হাইয়াসহ আরও কয়েকজন নেতা। কাতার সরকার এ ঘটনাকে ভীরুতাপূর্ণ হামলা বলে আখ্যায়িত করেছে। তারা এক বিবৃতিতে জানায়, হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যানা কেলি আলজাজিরাকে বলেন, দোহায় হামলার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো মন্তব্য করা হচ্ছে না। পরিস্থিতি কীভাবে এগোয়, তারা সেদিকে নজর রাখছেন।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানান, দোহায় লেগতিফিয়া নামের একটি পেট্রোল স্টেশনের কাছে বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। ওই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই কাতারের এমিরি গার্ডের নিরাপত্তায় ছিল এটি। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনার প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার।
এ অবস্থায় দোহায় এ হামলা দুই পক্ষের আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।