বয়স ১৬ বছর হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া বয়স ১৮ বছর হলেই স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন তারা। এখন থেকে থানার সাধারণ ডায়েরি (জিডি) ছাড়াই হারানো এনআইডি তোলা যাবে।
গতকাল নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবে। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। এনআইডি পাবেন তারা। এ বয়সিদের জন্য এনআইডির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যান, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়াসহ ছোটখাটো নানান কাজে এনআইডি প্রাসঙ্গিক হয়ে পড়ে।
এনআইডি না থাকায় শিক্ষার্থীদের ‘অসুবিধায় পড়তে হচ্ছে’ জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ আরও বলেন, এজন্য ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সিরা এনআইডি পাবেন। এ জন্য তারা ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। এখন থেকে যার বয়স ১৬ বছর হয়েছে, তিনিই নিবন্ধন আবেদন করতে পারবেন। কোনো নির্দিষ্ট তারিখ ধরে দেওয়া হয়নি। ভোটের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকাভুক্ত হবেন।
১৮ বা তার বেশি বয়সিদের ভোটার তালিকাভুক্ত করা হয় এবং তাদের উন্নত জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড দেওয়া হয়ে থাকে। পাশাপাশি ভোটারযোগ্যদের বাইরে কম বয়সিদের তথ্য নিবন্ধন করে থাকে ইসি। সবশেষ ২০২১ সালে তৎকালীন কমিশন হালনাগাদের সময় করেছিল। ১৮ বছর হলেই স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটার তালিকাভুক্ত হয়ে যান বছরের শুরুতেই।
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা শুরুর পর থেকে এনআইডি দেওয়া হচ্ছে। ২০১৫ সালে কম বয়সিদেরও এনআইডি সেবা দেওয়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরপর একসঙ্গে ১৫-১৭ বছর বসয়িদের তথ্য নেওয়া শুরু হয়েছে। পরে ২০২৪ সালে তৎকালীন সরকার জন্মের পরই সব নাগরিককে এনআইডি দেওয়ার বিধান রেখে আইন পাস করে।
বর্তমান সিইসি এ এম এম নাসির উদ্দিন দায়িত্ব নেওয়ার পর ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাদ পড়া ও নতুন ভোটার যুক্ত করার উদ্যোগ নেয়। হালনাগাদে মৃতদের বাদ দেওয়া হয়। ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটারযোগ্য হবেন তাদেরও তালিকাভুক্ত করা হয়েছে।। এরই মধ্যে নাগরিকদের শিক্ষার্থী, চিকিৎসাপ্রার্থীসহ ১৬ বছর ও তার বেশি বয়সিদের এনআইডি সেবা দেওয়ার উদ্যোগ অব্যাহত রাখে ইসি। এর মাধ্যমে ১৬ বছর বয়স হলেই সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে বা অনলাইনে আবেদন করে এনআইডি পাওয়ার জন্য নিবন্ধন করতে পারবে।
হারানো এনআইডি পেতে জিডি লাগবে না : ইসি সচিব জানিয়েছেন, এনআইডি হারিয়ে গেলে তা পেতে নির্বাচন কমিশনে আবেদনের জন্য আর জিডির কপি জমা দিতে হবে না। এখন জিডি ছাড়াই হারানো এনআইডি তুলতে পারবেন। নাগরিকদের এনআইডি সেবা সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।