বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

হেলথ টিপস

স্বাস্থ্য ডেস্ক

হেলথ টিপস

♦ ধূমপান না করেও অনেক সময় পরোক্ষ ধূমপানের কারণে একজন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, যারা ধূমপায়ীদের আশপাশে থাকেন ও ধোঁয়ার সংস্পর্শে আসেন, তাদেরও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

♦ যাদের পরিবারে ক্যান্সার রোগী রয়েছেন বা ছিলেন তাদেরও ফুসফুসের ক্যান্সার কিংবা অন্য যেকোনো ক্যান্সার হতে পারে। তাই যদি পারিবারিক ইতিহাসে কারও ক্যান্সার আক্রান্ত কেউ থেকে থাকেন, তাহলে অবহেলা না করে নিয়মিত চেকআপ করানো উচিত।

♦ যারা ক্ষতিকর ধোঁয়ার আশপাশে দিনের অনেকটা সময় কাটান তাদেরও ফুসফুসে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। বায়ুদূষণে হাত থেকে রক্ষা পেতে নিয়মিত মাস্ক কিংবা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর