শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

দিনটি কেমন যাবে

যারা আজকের দিনে জন্মগ্রহণ করেছেন সংখ্যাতত্ত্ব অনুযায়ী তারা বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আজ কর্মস্থলে এগিয়ে যাবেন।

দিনটি কেমন যাবে

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল] দিনের শুরুতে ভ্রমণ রয়েছে। শিক্ষাক্ষেত্রে উন্নতি। প্রতিবেশীর চক্রান্ত হতে সাবধান। মিষ্টি কথাবার্তায় অন্যের চিত্তজয়ে মুনশিয়ানা। সামাজিক মর্যাদা বাড়বে। কর্মস্থলে এগিয়ে যাবেন। শুভ রঙ সবুজ।

 

বৃষ [২১ এপ্রিল-২১ মে] বন্ধুর কারণে সমস্যায় পড়তে পারেন। গঠনমূলক কাজে এগিয়ে যাবেন। নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। ব্যবসায় সফলতা। মকর রাশির কারও সঙ্গে বন্ধুত্ব হতে পারে। দিনের শেষে অর্থপ্রাপ্তি। শুভ সংখ্যা ৪।

 

মিথুন [২২ মে-২১ জুন] ব্যবসায়ে সংস্থাগত পরিবর্তন ও উপার্জন বৃদ্ধি। শিক্ষাক্ষেত্রে উন্নতি। কর্কট রাশির কারও সঙ্গে বন্ধুত্ব হতে পারে। দূর থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিন। শুভ রং সবুজ।

 

কর্কট [২২ জুন-২২ জুলাই] কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। ব্যবসাক্ষেত্রে উন্নতির ছোঁয়া। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভ নয়। সামাজিক মর্যাদা বাড়বে। প্রিয়জনকে কাছে পেতে পারেন। অতিরিক্ত অর্থব্যয়। শুভ সংখ্যা ৯।

 

সিংহ [২৩ জুলাই-২৩ আগস্ট] প্রিয়জনের কেনাকাটা শুভ। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ শুভ নয়। পারিবারিক বন্ধন বাড়বে। পরিবারের কনিষ্ঠদের সঙ্গে মতের অমিল। দিনের শুরুতে অর্থব্যয়। কর্মস্থলে এগিয়ে যাবেন। শারীরিক সমস্যা বাড়তে পারে।

 

কন্যা [২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর] ব্যবসায়িক পরিচালনা সফল হবে। নৌপথে ভ্রমণ শুভ। গৃহস্থালি কাজে এগিয়ে যাবেন। দূর থেকে ভালো সংবাদ পেতে পারেন। দিনের শুরুটা ভালো কিন্তু শেষটা নয়। গঠনমূলক কাজে এগিয়ে যাবেন।

 

তুলা [২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর] অহেতুক উত্তেজনা পরিহার করুন। বন্ধুর চক্রান্ত হতে সাবধান। মিষ্টি কথাবার্তায় অন্যের চিত্তজয়ে মুন্সিয়ানা। সামাজিক মর্যাদা বাড়বে। দিনের শুরুতে ভ্রমণ রয়েছে। শিক্ষাক্ষেত্রে উন্নতি। কর্মস্থলে এগিয়ে যাবেন।

 

বৃশ্চিক [২৪ অক্টোবর-২২ নভেম্বর] কর্মস্থলে এগিয়ে যাবেন। সৃজনশীল কাজে সম্মান বৃদ্ধি। দিনের শেষে ভ্রমণ। দূর থেকে ভালো কোনো সংবাদ পাবেন। বিদেশযাত্রায় বাধা। গতকালের অসমাপ্ত কাজ আজ সমাপ্ত হবে। অতিরিক্ত অর্থব্যয়। শুভ রং লাল।

 

ধনু [২৩ নভেম্বর-২১ ডিসেম্বর] সংগীতচর্চায় এগিয়ে যাবেন। মিষ্টি কথাবার্তায় অন্যের চিত্তজয়ে মুনশিয়ানা। বন্ধুর কারণে সমস্যায় পড়তে পারেন। দিনের শেষে অর্থব্যয়। প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন। শুভ সংখ্যা ৫।

 

মকর [২২ ডিসেম্বর-২০ জানুয়ারি] প্রেমে নেতিবাচক ফল পাবেন। বৈদেশিক বাণিজ্য শুভ। শিক্ষাক্ষেত্রে উন্নতির ছোঁয়া। আয় ও ব্যয়ের সমতা রাখা কঠিন হবে। দিনের শেষে ভ্রমণ। প্রিয়জনের কেনাকাটা শুভ। সামাজিক মর্যাদা বৃদ্ধি। শুভ রং সাদা।

 

কুম্ভ [২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] প্রতিবেশির চক্রান্ত হতে সাবধান থাকুন। সামাজিক মর্যাদা বৃদ্ধি। বৈদেশিক চুক্তি শুভ কিন্তু দূরের যাত্রা শুভ নয়। পুরনো কোনো ঝামেলা মাথাচাড়া দিতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয়। শুভ রং কালো।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ] গতকালের অসমাপ্ত কাজ আজ সমাপ্ত হবে। পারিবারিক বন্ধন বাড়বে। দিনের শেষে অর্থব্যয়। প্রিয়জনের কেনাকাটা শুভ। অন্যের চিত্তজয়ে মুনশিয়ানা। জমি সংক্রান্ত যে কোনো ঝামেলা এড়িয়ে চলুন।

 

 

সর্বশেষ খবর