থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় এক প্রদেশে সরকারবিরোধীদের ডাকা এক সমাবেশে বন্দুকধারীদের হামলায় দু’জন নিহত ও আরো প্রায় অর্ধশত আহত হয়েছে। শনিবার দিনের শেষভাগে এ হামলায় চালানো হয় বলে দেশটির গণমাধ্যম জানায়। নিহতদের মধ্যে ৫ বছরের এক শিশু রয়েছে বলে গণমাধ্যম জানায়। শিশুটির মাথায় গুলি লেগেছিল।
বন্দুকধারীরা দুটি ট্রাকে করে সরকারবিরোধীদের এক প্রতিবাদ মঞ্চে গুলি চালায় এবং গ্রেনেড নিক্ষেপ করে। পূর্বাঞ্চলীয় ট্রাট প্রদেশের খাও সামিং এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির দ্য পিপলস ডেমোক্রেটিক রিফর্ম কমিটি এ সমাবেশ ডেকেছিল।
থাইল্যান্ডে গত বছরের নভেম্বর থেকে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। সম্প্রতি তা সহিংসতায় রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবি করে আসছেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে আসছেন।