পঞ্জি স্কিম পরিচালনার অভিযোগে ওজিএস বাংলাদেশের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রতারণামূলক বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগকারীদের আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারিত করত। তাদের বহুমাত্রিক বিপণন (এমএলএম) প্রতারণার পুনরাবৃত্তি বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। পঞ্জি স্কিম হলো একটি বিনিয়োগ প্রতারণা যেখানে নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে আগের বিনিয়োগকারীদের অর্থ প্রদান করা হয়। স্কিমের উদ্যোক্তারা বিনিয়োগের মাধ্যমে উচ্চ মুনাফা এবং নগণ্য ঝুঁকির আশ্বাস দেন, যদিও তাদের নিজেদের কোনো বিনিয়োগ থাকে না। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিধিবহির্ভূতভাবে অস্বাভাবিক মাসিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগ আকর্ষণের গুরুতর অনিয়ম ধরা পড়ে, যা আইনের পরিপন্থি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘গণমাধ্যমে প্রতিবেদন দেখার পরপরই আমি ওই কোম্পানির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছি।’ তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক কোম্পানিটির কার্যক্রম বন্ধ করতে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই কোম্পানির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছি।’ এর আগে, বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিরামিড বা পঞ্জি স্কিমের মতো এমএলএম ব্যবসার বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছিল। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৩১(১) ধারা অনুযায়ী, জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করা বা ব্যাংকিং ব্যবসা পরিচালনা করা একটি দণ্ডনীয় অপরাধ। একসময় ব্যাপক আলোচিত এমন প্রতারণামূলক প্রতিষ্ঠানের পুনরুত্থানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে ড. মনসুর বলেন, ‘আমাদের সবার উচিত এ ধরনের ভুয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া, যারা শত শত কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত।’
শিরোনাম
- রিয়েল এস্টেট কেলেঙ্কারিতে মহেশবাবু
- নাগের চরিত্রে অক্ষয় নয়, চূড়ান্ত কার্তিক
- জালিয়াতির শিকার সনু
- ডক্টরেট ও স্বর্ণপদকে সম্মানিত অভিনেত্রী মিঠাই
- নিরাপত্তার জন্যই কি ভারত ছেড়ে হঠাৎ বিদেশে স্থায়ী সাইফ?
- ৮২-তেও অমিতাভের ফিটনেস রহস্য জানালেন নিজেই
- শিশু সোয়াইবের সারা শরীরজুড়ে ছ্যাঁকা, হাতের নখ উপড়ানো, করানো হতো ভিক্ষা
- চীনের ফেরত দেওয়া যুক্তরাষ্ট্রের বোয়িংয়ে নজর ভারতের
- ট্রাম্পের রাজনৈতিক কৌশলের সঙ্গে নাৎসি জার্মানির মিল দেখছেন আল গোর
- বাবর আজমদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে মাইক হেসন
- ইডেনে ঢোকায় নিষেধাজ্ঞা প্রসঙ্গে যা বললেন ভোগলে
- বৈশ্বিক প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাস আইএমএফের
- মেয়ের জন্য দুবাইয়ে বাড়ি কিনলেন অভিষেক-ঐশ্বরিয়া!
- ইরানের হাতে অতি গোপনীয়-এআই সক্ষমতাসম্পন্ন অস্ত্র!
- উইকেট পরিবর্তন না হলে মানও বাড়বে না : মুমিনুল
- এপ্রিলের ২১ দিনে এলো ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স
- মানুষের ভোটের অধিকার বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে : রুমিন ফারহানা
- দেশের বাজারে স্বর্ণের দামে টানা রেকর্ড
- গুলশানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
- পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
পঞ্জি স্কিম পরিচালনা
ওজিএস বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর