পঞ্জি স্কিম পরিচালনার অভিযোগে ওজিএস বাংলাদেশের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রতারণামূলক বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগকারীদের আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারিত করত। তাদের বহুমাত্রিক বিপণন (এমএলএম) প্রতারণার পুনরাবৃত্তি বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। পঞ্জি স্কিম হলো একটি বিনিয়োগ প্রতারণা যেখানে নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে আগের বিনিয়োগকারীদের অর্থ প্রদান করা হয়। স্কিমের উদ্যোক্তারা বিনিয়োগের মাধ্যমে উচ্চ মুনাফা এবং নগণ্য ঝুঁকির আশ্বাস দেন, যদিও তাদের নিজেদের কোনো বিনিয়োগ থাকে না। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিধিবহির্ভূতভাবে অস্বাভাবিক মাসিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগ আকর্ষণের গুরুতর অনিয়ম ধরা পড়ে, যা আইনের পরিপন্থি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘গণমাধ্যমে প্রতিবেদন দেখার পরপরই আমি ওই কোম্পানির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছি।’ তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক কোম্পানিটির কার্যক্রম বন্ধ করতে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই কোম্পানির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছি।’ এর আগে, বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিরামিড বা পঞ্জি স্কিমের মতো এমএলএম ব্যবসার বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছিল। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৩১(১) ধারা অনুযায়ী, জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করা বা ব্যাংকিং ব্যবসা পরিচালনা করা একটি দণ্ডনীয় অপরাধ। একসময় ব্যাপক আলোচিত এমন প্রতারণামূলক প্রতিষ্ঠানের পুনরুত্থানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে ড. মনসুর বলেন, ‘আমাদের সবার উচিত এ ধরনের ভুয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া, যারা শত শত কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত।’
শিরোনাম
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
পঞ্জি স্কিম পরিচালনা
ওজিএস বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর