পঞ্জি স্কিম পরিচালনার অভিযোগে ওজিএস বাংলাদেশের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রতারণামূলক বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগকারীদের আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারিত করত। তাদের বহুমাত্রিক বিপণন (এমএলএম) প্রতারণার পুনরাবৃত্তি বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। পঞ্জি স্কিম হলো একটি বিনিয়োগ প্রতারণা যেখানে নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে আগের বিনিয়োগকারীদের অর্থ প্রদান করা হয়। স্কিমের উদ্যোক্তারা বিনিয়োগের মাধ্যমে উচ্চ মুনাফা এবং নগণ্য ঝুঁকির আশ্বাস দেন, যদিও তাদের নিজেদের কোনো বিনিয়োগ থাকে না। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিধিবহির্ভূতভাবে অস্বাভাবিক মাসিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগ আকর্ষণের গুরুতর অনিয়ম ধরা পড়ে, যা আইনের পরিপন্থি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘গণমাধ্যমে প্রতিবেদন দেখার পরপরই আমি ওই কোম্পানির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছি।’ তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক কোম্পানিটির কার্যক্রম বন্ধ করতে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই কোম্পানির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছি।’ এর আগে, বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিরামিড বা পঞ্জি স্কিমের মতো এমএলএম ব্যবসার বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছিল। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৩১(১) ধারা অনুযায়ী, জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করা বা ব্যাংকিং ব্যবসা পরিচালনা করা একটি দণ্ডনীয় অপরাধ। একসময় ব্যাপক আলোচিত এমন প্রতারণামূলক প্রতিষ্ঠানের পুনরুত্থানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে ড. মনসুর বলেন, ‘আমাদের সবার উচিত এ ধরনের ভুয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া, যারা শত শত কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত।’
শিরোনাম
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
পঞ্জি স্কিম পরিচালনা
ওজিএস বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর