পঞ্জি স্কিম পরিচালনার অভিযোগে ওজিএস বাংলাদেশের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রতারণামূলক বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগকারীদের আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারিত করত। তাদের বহুমাত্রিক বিপণন (এমএলএম) প্রতারণার পুনরাবৃত্তি বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। পঞ্জি স্কিম হলো একটি বিনিয়োগ প্রতারণা যেখানে নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে আগের বিনিয়োগকারীদের অর্থ প্রদান করা হয়। স্কিমের উদ্যোক্তারা বিনিয়োগের মাধ্যমে উচ্চ মুনাফা এবং নগণ্য ঝুঁকির আশ্বাস দেন, যদিও তাদের নিজেদের কোনো বিনিয়োগ থাকে না। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিধিবহির্ভূতভাবে অস্বাভাবিক মাসিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগ আকর্ষণের গুরুতর অনিয়ম ধরা পড়ে, যা আইনের পরিপন্থি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘গণমাধ্যমে প্রতিবেদন দেখার পরপরই আমি ওই কোম্পানির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছি।’ তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক কোম্পানিটির কার্যক্রম বন্ধ করতে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই কোম্পানির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছি।’ এর আগে, বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিরামিড বা পঞ্জি স্কিমের মতো এমএলএম ব্যবসার বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছিল। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৩১(১) ধারা অনুযায়ী, জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করা বা ব্যাংকিং ব্যবসা পরিচালনা করা একটি দণ্ডনীয় অপরাধ। একসময় ব্যাপক আলোচিত এমন প্রতারণামূলক প্রতিষ্ঠানের পুনরুত্থানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে ড. মনসুর বলেন, ‘আমাদের সবার উচিত এ ধরনের ভুয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া, যারা শত শত কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত।’
শিরোনাম
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে উপকরণ বিতরণ
- মুন্সীগঞ্জে পদোন্নতির দাবিতে প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
পঞ্জি স্কিম পরিচালনা
ওজিএস বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর