পঞ্জি স্কিম পরিচালনার অভিযোগে ওজিএস বাংলাদেশের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রতারণামূলক বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগকারীদের আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারিত করত। তাদের বহুমাত্রিক বিপণন (এমএলএম) প্রতারণার পুনরাবৃত্তি বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। পঞ্জি স্কিম হলো একটি বিনিয়োগ প্রতারণা যেখানে নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে আগের বিনিয়োগকারীদের অর্থ প্রদান করা হয়। স্কিমের উদ্যোক্তারা বিনিয়োগের মাধ্যমে উচ্চ মুনাফা এবং নগণ্য ঝুঁকির আশ্বাস দেন, যদিও তাদের নিজেদের কোনো বিনিয়োগ থাকে না। গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বিধিবহির্ভূতভাবে অস্বাভাবিক মাসিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগ আকর্ষণের গুরুতর অনিয়ম ধরা পড়ে, যা আইনের পরিপন্থি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘গণমাধ্যমে প্রতিবেদন দেখার পরপরই আমি ওই কোম্পানির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছি।’ তিনি আরও জানান, কেন্দ্রীয় ব্যাংক কোম্পানিটির কার্যক্রম বন্ধ করতে এবং এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যেই কোম্পানির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছি।’ এর আগে, বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পিরামিড বা পঞ্জি স্কিমের মতো এমএলএম ব্যবসার বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছিল। ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৩১(১) ধারা অনুযায়ী, জনসাধারণের কাছ থেকে আমানত সংগ্রহ করা বা ব্যাংকিং ব্যবসা পরিচালনা করা একটি দণ্ডনীয় অপরাধ। একসময় ব্যাপক আলোচিত এমন প্রতারণামূলক প্রতিষ্ঠানের পুনরুত্থানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে ড. মনসুর বলেন, ‘আমাদের সবার উচিত এ ধরনের ভুয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া, যারা শত শত কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত।’
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
পঞ্জি স্কিম পরিচালনা
ওজিএস বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর