Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২ নভেম্বর, ২০১৯ ২৩:৪৭

ঘুরবে এবার মহাকাশের হোটেল!

ইনফোটেক ডেস্ক

ঘুরবে এবার মহাকাশের হোটেল!

ঘুরতে যাওয়া যাদের নেশা, তাদের জন্য নতুন দিগন্ত খুলে যেতে পারে  কয়েক বছরের মধ্যেই। তারা এবার ঘুরতে যেতে পারবেন মহাকাশেও। সেখানে গিয়ে করতে পারবেন আমোদ প্রমোদ। এমনই ব্যবসায় উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ‘দ্য গেটওয়ে ফাউন্ডেশন’ নামের একটি স্টার্ট আপ সংস্থা। ২০২৭ সালের মধ্যে মহাকাশে হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্রের ওই সংস্থাটি। মহাকাশের সেই হোটেল কেমন দেখতে হবে সেই ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে তারা। ওই সংস্থা ভন ব্রন রোটেটিং স্পেস স্টেশনে হোটেল তৈরির পরিকল্পনা করেছে। সেখানে নাগরদোলার মতো ঘুরবে হোটেলের ২৪টি মডিউল। এই ঘূর্ণনের জেরে কৃত্রিম অভিকর্ষ বলও তৈরি হবে। যার জেরে

পৃথিবীর মতোই হোটেলের ভিতর ঘুরে বেড়াতে পারবেন। ২৪টি মডিউলের মধ্যে থাকবে বিভিন্ন সজ্জা। 


আপনার মন্তব্য