মারা গেলেন ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে ভারতের তৎকালীন পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল জে এফ আর জ্যাকব (অবসরপ্রাপ্ত)। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে তার মৃত্যুর কথা জানা গেছে। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন জ্যাকব।
১৯২৩ সালে অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন জ্যাকব। তিনি মূলত ইহুদি ধর্মের অনুসারী ছিলেন। জ্যাকবের পিতা ইলিয়াস ইমানুয়েল ছিলেন একজন প্রভাবশালী ব্যবসায়ী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হলোকস্ট’র নির্মাতা থেকে অনুপ্রাণিত হন এবং ১৯৪২ সালে মাত্র ১৯ বছর বয়সে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। তার পিতা তাকে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে আপত্তি জানান কিন্তু তাও তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সেনাবাহিনীতে যোগদান করেন।
১৯৭১ সালে লেফটেনন্ট জেনারেল থেকে তিনি মেজর জেনারেল পদোন্নতি লাভ করেন এবং ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের চিফ অব স্টাফের দায়িত্বে পাকিস্তানি সেনাবাহিনীকে স্বাধীনতা যুদ্ধে পরাজিত করেন। স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের জন্য তিনি প্রশংসা সূচক বহু সম্মান লাভ করেছেন।
১৯৭৮ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি। অবসরের পর গোয়া এবং পাঞ্জাবের রাজ্যপালের দায়িত্ব পালন করেছিলেন জ্যাকব।
জ্যাকবের লেখা ‘সারেন্ডার অ্যাট ঢাকা’ বইয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিকসহ ১৬ ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাক বাহিনীর আত্মসমর্পনের ঘটনাবলী রয়েছে।
জেএফআর জ্যাকবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি বলেছেন, সংকটকালে জাতির প্রতি অসামান্য অবদানের জন্য ভারত সবসময়ই তার প্রতি কৃতজ্ঞ থাকবে।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৬/ রশিদা