কূটনৈতিক দিক দিয়ে পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ কয়েকটি ধরে বেশ চাপে আছে। সন্ত্রাস দমন, পাকিস্তানকে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা এবং দেশটির কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা নিয়ে দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। তবে এক্ষেত্রে পাকিস্তান কিছুটা পরিত্রাণ বোধ করছে কারণ মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা গত শুক্রবার আকস্মিকভাবে ওয়াশিংটনস্থ পাকিস্তান দূতাবাস ভিজিটে যান। এ ধনের ঘটনা সাধারণত বিরল। দেশটিতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি সামাজিক মাধ্যমে এ খবর ফাঁস করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও টাইমস নিউজ নেটওয়ার্কের
রাষ্ট্রদূত জিলানি টুইটারে মিশেল ওবামার সঙ্গে নিজের ও স্ত্রীর তোলা একটি ছবি পোস্ট করেন। সেইসঙ্গে একটি বার্তায় মার্কিন ফার্স্ট লেডির আকস্মিক সফরে তারা বেশ আনন্দিত বলেও জানান।
রাষ্ট্রদূত জিলানি মিশেল ওবামার সঙ্গে দুই ছেলেসহ নিজের পরিবারের আরেকটি ছবিও পোস্ট করেন। পরে অবশ্য জিলানি টুইটার বার্তা ও ছবিগুলো ইন্টারনেট থেকে মুছে ফেলেন। অবশ্য এর মধ্যে গণমাধ্যম বিশেষ করে পাকিস্তানি মিডিয়ায় ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে, মিশেল ওবামার আকস্মিক পাকিস্তান দূতাবাস সফরের কোনো কারণ মার্কিন সরকারের তরফে দেয়া হয়নি।
বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৬/শরীফ