ভারতের রাজধানী দিল্লিতে 'মাত্র ৫ মিনিটের মধ্যেই' পাকিস্তান পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক কর্মসূচির জনক ড. আবদুল কাদির খান। সেইসঙ্গে সাবেক পাক প্রেসিডেন্ট জেনারেল জিয়া উল হকের বিরোধিতা না থাকলে পাকিস্তান অারো আগেই পরমাণু শক্তিধর দেশ হতো বলেও জানান তিনি। রবিবার দেশটির প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন মি. খান। খবর ইন্ডিয়া টুডে'র
পাকিস্তান ১৯৯৮ সালে ড. খানের তত্ত্বাবধানেই প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল।
অনুষ্ঠানে ড. খান বলেন, 'রাওয়ালপিন্ডির নিকটস্থ কাহুতা এলাকা থেকে পাকিস্তান মাত্র ৫ মিনিটেই ভারতের দিল্লিতে আঘাত হানার সামর্থ্য রাখে।'
তিনি আরো বলেন, '১৯৮৪ সালেই অামাদের পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর সামর্থ্য ছিল। সেই অনুযায়ী আমাদের পরিকল্পনাও ছিল। তবে জেনারেল জিয়া উল হক এমন উদ্যোগের বিরোধিতা করেছিলেন।'
উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন জেনারেল জিয়া। পরমাণু বোমার পরীক্ষা চালালে বিশ্ব তার দেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে তার বিশ্বাস ছিল। তাই তিনি উক্ত উদ্যোগের বিরোধিতা করেছিলেন।
বিডি-প্রতিদিন/২৯ মে ২০১৬/শরীফ