গতবার মিনায় পদদলনে হাজারো হজযাত্রীর মৃত্যুর প্রেক্ষাপটে এ বছর হজ বর্জন করতে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত দেশটির হজ ও তীর্থযাত্রা সংস্থার এক বিবৃতি উদ্ধৃত করে রবিবার রয়টার্স এই খবর দিয়েছে।
এই সিদ্ধান্তের জন্য পুরোপুরি সৌদি আরবকে দায়ী করেছে শিয়া মুসলিমপ্রধান দেশটি।
বিবৃতিতে বলা হয়, ''সৌদি সরকারের চলমান নাশকতার কারণে আমরা ঘোষণা করছি... ইরানের হজযাত্রীরা এ বছর হজে যাচ্ছেন না। এর জন্য সৌদি আরব সরকার দায়ী।''
বিডি-প্রতিদিন/এস আহমেদ