পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ওপেন হার্ট সার্জারির অস্ত্রপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম নেওয়াজ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি বলেন, অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হবে।
অপর এক টুইট বার্তায় তার বাবার জন্য প্রার্থনা করায় শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান মরিয়ম।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ব্রিটেনে স্থানীয় সময় সকাল ৮টায় প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অস্ত্রপচার শুরু হয়।
গত বুধবার চিকিৎসার জন্য লন্ডন যান নওয়াজ শরীফ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রপচারের পর এক সপ্তাহ হাসপাতালে থাকবেন নওয়াজ শরীফ। সেখান থেকেই তার দফতরের কার্যাবলি তত্ত্বাবধান করবেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ