হাওয়াইয়ের রাজধানী হনুলুলুতে ১৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের সময় ধর্ষণকারীকে হাতেনাতে ধরেছেন ওই মেয়ের মা। ধর্ষক একজন পুলিশ কর্মকর্তা।
নিউইয়র্ক ডেইলি নিউজের খবরে বলা হয়, ঘটনার দিন ৭ জুন জেসিই লেকোন্সে (৩৭) নামে ওই পুলিশ কর্মকর্তা ধরা পড়ার পর ক্ষমা চেয়ে দ্রুত তার গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন। ওই কিশোরী পুলিশ কর্মকর্তার বান্ধবীর নিকটাত্মীয়।
কর্তৃপক্ষকে খবরটি জানানো হলে তাকে ওইদিনই গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় লেকোন্সে বার বার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। গ্রেফতারের সময় লেকোন্সের কাছে একটি ছুরিও পাওয়া যায়। তবে ওই কিশোরী তার মাকে জানিয়েছে, এবারই প্রথম নয়, এর আগেও লেকোন্স দু'বার তার সঙ্গে যৌনকর্ম করেছে। হাওয়াইতে ১৬ বছরের কম কাউকে যৌন নির্যাতন করলে শিশু নির্যাতনের আওতায় পড়ে।
লেকোন্সের মামলাটি বিচারাধীন থাকলেও তিনি জামিনে বের হয়ে আসেন বুধবার (১৫ জুন)। ৫ লাখ ডলারের বিনিময়ে জামিন দেওয়া হলেও তাকে এর জন্য কোনো ধরনের অর্থ পরিশোধ করতে হয়নি।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ