ভূমধ্যসাগরে ইজিপ্ট এয়ারের বিমানটির দ্বিতীয় ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে অনুসন্ধানকারী কর্তৃপক্ষ। ককপিটের ভয়েস রেকর্ডারের সন্ধানের একদিন পর দ্বিতীয় ব্ল্যাক বক্সের সন্ধানের বিষয়টি জানালো কর্তৃপক্ষ।
পরীক্ষা-নিরীক্ষার জন্য রেকর্ডার দু'টি টেকনিক্যাল ইনভেস্টিগেশন কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। কায়রো পৌঁছানোর পর কর্মকর্তারা ইতোমধ্যে প্রথম রেকর্ডারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ শুরু করেছেন।
গত ১৯ মে প্যারিস থেকে কায়রোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইজিপ্ট এয়ারের এমএস-৮০৪ ফ্লাইটটি রাত পৌনে ৩টার দিকে রাডার থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ারবাস এ৩২০ ফ্লাইটটির যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয় তখন এটি ৭৬জন আরোহী নিয়ে ৩৭ হাজার ফুট ওপরে অবস্থান করছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ