নাইজেরিয়ার উত্তরাঞ্চলের অ্যাডামাওয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় ১৮ জন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। নিখোঁজ রয়েছ্নে আরও বেশ কয়েকজন নারী। খবর আল-জাজিরার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের মাদাগালি শহরের কুদা গ্রামের একটি বাড়িতে বেশ কিছু শোকার্ত নারী শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। এসময় বোকো হারামের জঙ্গিরা মোটরসাইকেল যোগে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা বেশ কিছু বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
মোসেস কগ নামের স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে জানায়, হামলার তিন ঘণ্টার পর মানুষ ওই এলাকায় গিয়ে ১৮ জন নারীর মরদেহ উদ্ধার করে। কয়েকজন নারী এখনও নিখোঁজ রয়েছেন বলেও তিনি বার্তা সংস্থাকে জানান।
এদিকে, এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এপি জানায়, এই হামলায় ১৮ জন নিহতের পাশাপাশি ১০ জন আহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৬/মাহবুব