মিশরের একটি আদালত গুপ্তচরবৃত্তির দায়ে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই অভিযোগে আরো ছয় আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আদালত শনিবার এক রায়ে মুরসিকে কাতারে গোপন তথ্য পাচারের অভিযোগ থেকে খালাস দিয়েছেন। তবে বেআইনী এক সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ জুন ১৬/ সালাহ উদ্দীন