শক্তিশালী মধ্যম মাত্রার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এরপরই দেশটির নেতা কিম জং উন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার উত্তর কোরিয়া দুটি মধ্যম মাত্রার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উনের সরাসরি তত্ত্বাবধানে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ং ইয়ং।
এক ঘণ্টার ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। একই সঙ্গে উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘মারাত্মক হুমকি’ হিসেবে উল্লেখ করেছে জাপান।
কিম জং উন বলেছেন, আমেরিকায় আঘাত হানতে আমাদের নিশ্চিত সক্ষমতা রয়েছে। এ ক্ষেপনাস্ত্র তিন হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়া, জাপান, গুয়ামের মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে পারবে এই ক্ষেপণাস্ত্র।
বিডি-প্রতিদিন/এস আহমেদ