ইতালির মিলানগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করার পর এতে আগুন ধরে যায়। সোমবার স্থানীয় সময় রাত ২টা ৫ মিনিটে ফ্লাইট এসকিউ৩৬৮ মিলানের পথে রওয়ানা হয়েছিল। বিবিসি ও রয়টার্সের বরাত দিয়ে খবর বিডি নিউজের।
জানা যায়, আকাশপথে দুই ঘণ্টা ওড়ার পর উড়োজাহাজটির পাইলট উড়োজাহাজের একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার কথা জানিয়ে ফ্লাইট সিঙ্গাপুরে ফিরিয়ে নেওয়ার কথা জানান। সকাল ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করার সঙ্গে সঙ্গেই বোয়িং কোম্পানির ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজটির ডানপাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।
সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড (এসআইএ) এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি বিভাগের কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে ফেলে এবং উড়োজাহাজটির ২২২ জন যাত্রী ও ১৯ ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়। আরোহীদের কেউ আহত হননি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/ ২৭ জুন, ২০১৬/ আফরোজ