পশ্চিম বাগদাদের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত ও অন্তত ৩২ জন আহত হয়েছেন। শহরের আবু গারিব এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় এখনও কোন সন্ত্রাসী গোষ্ঠী দায় স্বীকার করেনি। গত রবিবার ইরাকী সরকার ফালুজা পুনরুদ্ধার করার পর ইরাকে এটাই প্রথম সন্ত্রাসী হামলা।
২০১৪ সালের জুনে আইএস উত্তর ও পশ্চিম ইরাকে আক্রমন শুরু করে। এ সময় ইরাকের একাংশ তাদের দখলে আসে। ইরাকী সেনাবাহিনী ও সহযোগী স্বেচ্ছাসেবক বাহিনীর সাথে আইএসের এ মূহুর্তে তুমুল লড়াই চলছে। ফলে আইএস অধিকৃত এলাকা থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে। এসব কারনে আইএসই এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৮ জুন ২০১৬/হিমেল-০৯