সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে জুলাই মাস থেকেই বাড়তি বেতন পাবেন ৪৭ লাখ কর্মকর্তা-কর্মচারী। পেনশন বাড়বে ৫৩ লাখ অবসরপ্রাপ্ত কর্মীর। তবে কত শতাংশ বেতন বর্ধিত হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ওই সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়ায়, বেতন, ভাতা ও পেনশন বাবদ সরকারের খরচ প্রায় ২৩.৫ শতাংশ বাড়বে।
বিচারপতি একে মাথুরের নেতৃত্বাধীন সপ্তম বেতন কমিশন মূল বেতনে ১৪.২৭ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ন্যূনতম বেতন মাসে ১৮ হাজার টাকা ও সর্বাধিক বেতন মাসে আড়াই লাখ টাকা করারও সুপারিশ করেছিল বেতন কমিশন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে নতুন বেতনক্রম কার্যকর হবে। নতুন হারে বেতন চালু হলে কবে থেকে বকেয়া বেতন মিলবে, তা এক কিস্তিতেই মিলবে কি না, তা জানার জন্যও এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বিডি-প্রতিদিন/ ২৯ জুন ১৬/ সালাহ উদ্দীন