পাকিস্তানের গোলযোগপূর্ণ কোয়েটা শহরে বন্দুকধারীদের দুটি আলাদা হামলায় অন্তত আট সেনা ও পুলিশ নিহত হয়েছে। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সন্ত্রাসীরা সেনা ও পুলিশের টহল দলের ওপর হামলা চালায়।
আধাসামরিক বাহিনীর মুখপাত্র খান ওয়াসি জানান, কোয়েটা শহরের একটি মার্কেটের সামনে সেনাবাহিনীর একটি গাড়িতে দুই মোটরসাইকেল আরোহী হামলা চালায়। এতে চার সেনা নিহত ও একজন বেসামরিক ব্যক্তি আহত হয়। এর আগে একই শহরে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে চার পুলিশ নিহত হয় বলে পুলিশ মুখপাত্র শাহজাদা ফরহাত জানান।
কোনো ব্যক্তি বা সংগঠন এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি তবে এর আগে এ ধরনের হামলার জন্য তালেবানপন্থি কিংবা বালুচ গেরিলাদেরকে দায়ী করা হয়েছে। মনে করা হয়- আফগান তালেবানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার কোয়েটা শহরে বসবাস করেন।
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৬/শরীফ