ইরাকের রাজধানী বাগদাদে আজ রবিবার ভোরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১৯ জনে পৌঁছেছে। হামলায় ১৪০ জনের বেশি আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।
বাগদাদের কারাদা এলাকার একটি রাস্তায় এই আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় অনেকে ঈদ প্রস্তুতিতে বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, কেনাকাটার জন্য প্রসিদ্ধ কারাদা এলাকায় আত্মঘাতী গাড়িবোমা হামলা হয়েছে। পুলিশের বরাত দিয়ে ইরাকের স্থানীয় আল সুমারিয়া চ্যানেলের খবরে জানানো হয়, কারাদায় একটি রেস্তোরাঁর কাছে গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। হামলার দায় স্বীকার করেছে আইএস জঙ্গিরা।
দ্বিতীয় বোমা হামলাটি হয় আল শাবাব এলাকায়। এই হামলায়ও বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ