সৌদি আরবের মদিনায় মহানবী (সা.) এর মসজিদ হিসেবে খ্যাত মসজিদে নববীর কাছে আত্মঘাতী বোমা হামলায় ৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ইফতারের সময় মসজিদের পার্কিং এলাকার প্রধান নিরাপত্তা চৌকিতে এ হামলা হয়।
রয়টার্স জানায, মক্কার কাবা শরীফের পরে মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত মসজিদে নববীর নিরাপত্তা চৌকির কাছে সন্ধ্যায় একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। এ হামলায় আরও ৫ জন আহত হন।
জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটে হামলাচেষ্টার দিনই মদিনায় এই আত্মঘাতী হামলা হয়। এতে এক আত্মঘাতী নিহত এবং দুজন আহত হন।
এর এক ঘণ্টা পর সন্ধ্যায় সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর কাতিফে একটি শিয়া মসজিদ লক্ষ্য করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে একজনের খণ্ড বিখণ্ড মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওই মৃতদেহ হামলাকারীর বলেই ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৬/মাহবুব