ভাই-বোনের সম্পর্ক আরও গাঢ় এবং সুন্দর করতেই পালন করা হয় রাখী বন্ধন উৎসব। এই শুভদিনে ভাইয়ের হাতে রাখী বেঁধে দিয়ে মঙ্গল কামনা করে বোনেরা, আর ভাইয়েরা মিষ্টি, রুপি কিংবা উপহার দেয় তাদের বোনেদের।
তবে এবারের রাখী বন্ধন উৎসবটা একটু অন্যকম পালন করলেন ভারতের ঝাড়খন্ডের রামগড়ের বাসিন্দা পিন্টু সাউ। বোন রেখা দেবীকে উপহার হিসেবে একটা শৌচাগার (টয়লেট) তৈরি করে দিলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পে অনুপ্রাণিত হয়েই বোনকে ৩০ হাজার রুপি খরচ করে গত বৃহস্পতিবার বাসায় শৌচাগার তৈরি করে দিলেন ভাই।
পিন্টু জানান, ‘আমি প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত মিশনের কথা শুনেছিলাম। আমাদের পরিবারের অনেকেই খোলা জায়গায় মলত্যাগ করেন। আমার মনে হয় কারও খোলা জায়গায় মলত্যাগ করা উচিত নয়। তাই আমি একটা শৌচাগার তৈরি করে বোনকে রাখী বন্ধনের উপহার হিসেবে দিলাম। জওহর নগর গ্রাম পঞ্চায়েত প্রধান এই কাজে আমাকে সাহায্য করেছেন’।
পঞ্চায়েত প্রধান প্রদীপ মাঝি জানান, ‘জওহর নগরের অনেকেই খোলা জায়গায় মলত্যাগ করায় অনেক সমস্যা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত মিশন প্রকল্প অনুযায়ী প্রত্যেক ভারতবাসীরই শৌচাগার তৈরি করা উচিত...আমরা আমাদের এই ব্লকটিতে খোলা জায়গায় মলত্যাগ সম্পূর্ণভাবে বন্ধ করতে চাইছি’।
মোদির ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পের অন্যতম প্রধান উদ্যেশ্যই হল গ্রামীণ ভারতে শৌচাগার নির্মাণ করা। এর উদ্যেশ্য হল ২০১৯ সালের মধ্যে গোটা ভারতে খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা, এর জন্য ১২ কোটি শৌচাগার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে প্রথম এগারো মাসে ১.০৯ কোটি শৌচাগার তৈরি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ আগস্ট, ২০১৬/ আফরোজ