সিঙ্গাপুরের প্রজাতন্ত্র দিবসের র্যালিতে ভাষণ দেয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন দেশটির প্রধানমন্ত্রী লি সিন লুং। রবিবার ওই অনুষ্ঠানের আগে প্রায় দুই ঘণ্টা টানা বক্তব্য রাখেন ৬৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। খবর দ্য গার্ডিয়ানের।
টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এ সময় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান লি সিন লুং। প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পর কিছুটা সুস্থ হয়ে তিনি আবারো মঞ্চে ফিরে আসেন এবং নিজের বক্তব্য শেষ করেন।
জানা যায়, শরীরে পানিশূন্যতা, অতিরিক্ত তাপ ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তার হৃদযন্ত্র সুস্থ রয়েছে এবং কোনো ধরনের স্ট্রোকের ঘটনা ঘটেনি।
লি সিন ২০০৪ সাল থেকে সিঙ্গাপুরের ক্ষমতায় রয়েছেন। তার দলের নাম পিপল`স অ্যাকশান পার্টি। দলটি ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে। লির বাবা লি কুয়ান ইউ তিন দশক দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ২২ আগস্ট, ২০১৬/ আফরোজ