টাইফুনের প্রভাবে জাপানে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসের কারণে অভ্যন্তরীণ রুটে প্রায় ৪০০ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে বলে জানাচ্ছে স্থানীয় আবহাওয়া অফিস। কর্মকর্তারা ভূমিধ্বস এবং বন্যার আশংকায় সতর্কতা জারি করেছে।
কর্তৃপক্ষ বলছে এখনো কেউ হতাহত হয়নি, তবে স্থানীয় গণমাধ্যম বলছে অন্তত দুইজন নিহত হয়েছে।
বাতিল ফ্লাইটের বেশিরভাগই টোকিওর হ্যানেদা এয়ারপোর্ট থেকে কোথাও যাচ্ছিল বা ফিরছিল। এছাড়া নারিতা এয়ারপোর্টের রানওয়ে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।
জাপান এয়ারলাইন্স জানিয়েছে, অভ্যন্তরীণ রুটে প্রতিষ্ঠানটি ১৮৫টি ফ্লাইট বাতিল করেছে। তবে, টোকিওর অধিকাংশ যাত্রী পরিবাহী ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
সূত্র: যুগান্তর
বিডি প্রতিদিন/ ২ ৩ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন