ভারতের উত্তর ও মধ্যাঞ্চলীয় তিনটি রাজ্যে প্রবল বন্যায় অন্তত ৩০ জন মারা গেছেন।
দেশটির কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, মধ্যাঞ্চলীয় মধ্যপ্রদেশ রাজ্যে বন্যাজনিত ঘটনায় সবচেয়ে বেশি অন্তত ১৭ জন মারা গেছেন।
উত্তর প্রদেশ ও বিহারে বন্যার পানিতে ডুবে, তড়িতাহত হয়ে এবং ঘরবাড়ি ধসে আহত হয়ে আরও অন্তত ১৩ জন মারা গেছেন।
বিহারের ১২টি জেলা বন্যাকবলিত হয়েছে। এসব এলাকা থেকে অন্তত ১৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ২ ৩ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন