ইতালিতে আঘান হানা ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। আহত রয়েছেন ৩৬৮ জন।
হতাহতের এ খবর জানিয়েছেন দেশটির সামাজিক নিরাপত্তা বিভাগ।
নিহতদের মধ্যে ঐতিহাসিক শহর আমেত্রিকেই রয়েছে ৮৬ জন। ভূমিকম্পে শহরটির তিন-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন শহরের মেয়র। তবে ধ্বংসস্তুপের নিচে অনেকেই এখনো বেঁচে রয়েছেন বলেও তিনি জানান।
উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ৩টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে, দেশটির পেরুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর আগে ২০১২ সালে দেশটির ইমিলিয়া রোমাংনো অঞ্চলে দু’টি ভূমিকম্পের অন্তত ২৩ জন নিহত হন। ওই ঘটনায় বাস্তুহারা হয়েছিলেন প্রায় ১৪ হাজার মানুষ।
বিডি প্রতিদিন/ ২৫ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন