বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশের তালিকায় উঠে এসেছে ভারত। সেখানে জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশটির অবস্থান সপ্তম।
নিউ ওয়ার্ল্ড ওয়েলথের এক সমীক্ষা অনুযায়ী কানাডা, অষ্ট্রেলিয়া ও ইতালিকে পিছনে ফেলে শীর্ষ সাতে জায়গা করে নিয়েছে ভারত। তালিকায় সবার উপরে শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে এশিয়ার শিল্প উন্নত দুই দেশ চীন ও জাপান। ভারতের মোট সম্পদের পরিমাণ ৫,৬০০ বিলিয়ন মার্কিন ডলার।
জুন ২০১৬ পর্যন্ত বিচার করে জনসংখ্যার ব্যক্তিগত সম্পদের মোট যোগফলের ভিত্তিতেই এই জায়গায় পৌঁছেছে ভারত। নগদ, অন্যান্য সম্পদ, বিজনেস ইক্যুইটি ইত্যাদি ধরেই এই স্থান অর্জন করেছে বাংলাদেশের নিকট প্রতিবেশি ভারত। তবে এই সম্পদের হিসেবে সরকারি সম্পদ ধরা হয়নি। দেশের জনসংখ্যা বেশি হওয়ার ফলেই এই সমীক্ষায় এই জায়গায় পৌঁছেছে ভারত।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৬/মাহবুব