আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় অন্তত ৭ শিক্ষার্থীসহ ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৫ জন শিক্ষার্থী ও ৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
কাবুল পুলিশ প্রধান আবদুল রহমান রাহিমি জানান, হামলাকারী দু'জন ১০ ঘণ্টাব্যাপী উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিহত হয়েছে।
তিনি আরও জানান, নিহত বাকি ছয়জনের মধ্যে তিনজন পুলিশ এবং তিনজন নিরাপত্তা প্রহরী। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে পুলিশ ৭৫০ জন শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে নিয়েছে।
সন্ত্রাসী ওই হামলার ঘটনায় কয়েকজন বিদেশি শিক্ষকও আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।
২০০৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি মার্কিন কারুকুলামে লিবারেল আর্টস কোর্স পরিচালনা করে আসছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।
এর আগে গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কাছের একটি সড়ক থেকে অপহরণ হয় যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপক। এখনো তাদের উদ্ধার করা যায়নি।
বিডি-প্রতিদিন/২৫ আগস্ট, ২০১৬/সালাহ উদ্দিন/মাহবুব