কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতে ছুঁড়লেন এক যুবক। উত্তর প্রদেশের সীতাপুরে সোমবার এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরের দিকে হুডখোলা গাড়িতে চড়ে রাহুল গান্ধী যখন রোড শো করছিলেন, ঠিক সে সময় এক ব্যক্তি রাহুলকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারে। যদিও ওই জুতো রাহুলের গায়ে না লেগে তার পিছনে থাকা এক ব্যক্তির গায়ে লাগে। এরপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে ওই যুবক। পুলিশ ধাওয়া করে হরিওম শর্মা নামে অভিযুক্ত যুবককে আটক করে। হরিওম রাজ্যটির শাস্ত্রী নগরের বাসিন্দা বলে জানা গেছে।
ঠিক কী কারণে ওই যুবক কংগ্রেস সহ-সভাপতিকে লক্ষ্য করে জুতো ছুঁড়েছেন তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যুবকের সঙ্গে কোন রাজনৈতিক দলের যোগ নেই।
যদিও এই ঘটনার পরই বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-কে তোপ দেগে রাহুল বলেন, ''আমি বিজেপি ও আরএসএস-কে বলে দিতে চাই যে আপনারা যত পারেন আমার দিকে জুতো ছুঁড়ুন, আমি তাতে ভয় পাই না’। তিনি আরও বলেন ‘কিছুক্ষণ আগেই একজন আমার দিকে জুতো ছুঁড়েছিল কিন্তু সেটা আমার গায়ে না লেগে আমার পিছনে থাকা এক ব্যক্তির হাতে লেগেছে। আপনাদের রাগটাই হল আপনাদের দুর্বলতা’।
বিডি-প্রতিদিন/এস আহমেদ