লিওনার্দো ডিক্যাপ্রিও’র সঙ্গে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি হোয়াইট হাউস টুইট করে এ কথা জানিয়েছে। পরিবেশ বিজ্ঞানী ক্যাথারিন হেহো’ও থাকবেন সেখানে।
আগামী ৩ অক্টোবর হোয়াইট হাউসে পরিবেশ বিষয়ক বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ‘সাউথ বাই সাউথ লন’ নামে একটি নাটক মঞ্চস্থ হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য পৃথিবীকে সুরক্ষিত রাখা কতটা জরুরি তা নিয়েই আলোচনা হবে সেখানে।
লিওনার্দোর একটি তথ্যচিত্র ‘বিফোর দ্য ফ্লাড’প্রদর্শিত হবে সেদিন। জলবায়ু পরিবর্তনের বিষয়ে লিও’র আন্তর্জাতিক ক্যাম্পেনের কথা রয়েছে তথ্যচিত্রে। এর আগে লিও তার অস্কার স্পিচেও পরিবেশ নিয়ে তার চিন্তার কথা বলেছিলেন।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৬/ হিমেল