অতীতের সব রেকর্ড ভেঙে ১০০ ডিগ্রি ফারেনহাইট ছুঁয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটির তাপমাত্রা। সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহরটির প্রাণকেন্দ্রে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া পূর্বাভাস সেবাদাতা ওয়েবসাইট আকুওয়েদারের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে। এর আগে ৩৮ বছর আগে ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্ববৃহৎ শহরটিতে ৯৭ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেকর্ড করা হয়।
লস অ্যাঞ্জেলেসে তাপমাত্রা ১০০ ডিগ্রি, কামারিলো শহরে ১০৪ ও অক্সনার্ড শহরে পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা হলো ১০২ ডিগ্রি ফারেনহাইট। বিরানভূমি উডল্যান্ড হিলসে এ তাপমাত্রা আরও ছাড়িয়ে ১০৫ ডিগ্রি ফারেনহাইটের কোঠা ছুঁয়েছে।
তাপমাত্রার এ বাড়াবাড়ি আজও থাকতে পারে বলে জানাচ্ছে আকুওয়েদার।
বিডি-প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন