সম্প্রতি উরি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী সার্ক বয়কট করার সিদ্ধান্ত নেন। একই পথ অনুসরণ করে সার্ক সম্মেলন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটান। এখন সেই তালিকার নতুন করে যোগ হল শ্রীলঙ্কার নাম।
এবছর নভেম্বরে পাকিস্থানের ইসলামাবাদে সার্ক সম্মেলন আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উরিতে জঙ্গি হামলার ফলে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয় পাকিস্তানকে। এর পরিপ্রেক্ষিতে এই সম্মেলন থেকে একের পর এক বিভিন্ন দেশ নিজেদের নাম প্রত্যাহার করতে শুরু করে।
এবার সার্ক সম্মেলন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে শ্রীলঙ্কার পক্ষ থেকে জানানো হয়েছে, কোন ধরণের জঙ্গি হামলার ঘটনাকে প্রশ্রয় দেওয়া হবে না। শ্রীলঙ্কা মনে করে, পাকিস্তানের সাম্প্রতিক পরিবেশ ১৯তম সার্ক সম্মেলন আয়োজন করার জন্য অনুকূল নয়। আদৌ সার্ক সম্মেলন ইসলামাবাদে হবে কী না, সেটা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
এদিকে শ্রীলঙ্কার সার্ক সম্মেলন থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের ফলে পাকিস্তানের পায়ের তলার মাটি আর খানিকটা নরম হল- এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
বিডি-প্রতিদিন/এ মজুমদার