তিন দিন পার হতে না হতেই আবারও সিরিয়ার আলেপ্পোর হাসপাতালে বিমান থেকে ব্যারেল বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তিনি রোগী না হাসপাতালের কর্মী তা নিশ্চিত হওয়া যায়নি।
আল-জাজিরার খবরের বলা হয়েছে, মঙ্গলবার দেশটির বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পোর দ্বিতীয় বৃহত্তম হাসপাতালের বিমান হামলার পর শনিবার একই হামলা চালানো হয় শহরের সবচেয়ে বড় হাসপাতালটিতে।
মিডিয়া প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, রুশ সমর্থিত সিরিয়ান সরকারি বাহিনী এই চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবানর
জাতিসংঘ মতে, রাশিয়া ও সিরিয়া সরকারের হামলায় গত এক সপ্তাহে শহরটিতে শিশুসহ ৪০০ নাগরিক প্রাণ হারিয়েছেন।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৬/মাহবুব