'স্বাধীনতার ৭ দশক পর অন্তত কেউ একজন বুঝতে পারেছে আমাদের ব্যথা। আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেছে আমাদের আন্দোলনের কথা। সেই কারণে আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ।' শনিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান নেতার করা এমন মন্তব্যের জেরে স্বভাবই আন্তর্জাতিক মঞ্চে ফের চাপের মুখে পড়েছে পাকিস্তান। খবর কলকাতা টোয়েন্টিফোরের।
স্বাধীনতার দিবসের ভাষণে বেলুচিস্তানের স্বাধীনতার জন্য সরব হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই থেকেই বেলুচিস্তানের আন্দোলনের কথা জোড়াল হয় আন্তর্জাতিক মঞ্চে। একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্যের জেরে বেলুচিস্তানে শুরু হয়ে যায় পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচার। ওই এলাকার বহু মানুষকে পাকিস্তানের সেনাবাহিনী অপহরণ করে। তাদের অনেকেরই খোঁজ মেলেনি মাস দুয়েক পরেও। এ রকম পরিস্থিতিতেও বেলুচিস্তানবাসীর কাছে স্বস্তির বিষয় হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে আলোচিত হচ্ছে তাদের আন্দলনের কথা। সৌজন্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বেলুচিস্তান আন্দোলনের নেতা মাজদাক দিলশাদের কথায়, “স্বাধীনতার সাত দশক পরে এই প্রথম কোন নেতা আমাদের আন্দোলনের কথা বিশ্বের দরবারে তুলে ধরলেন। আমাদের দাবি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে নরেন্দ্র মোদির স্বাধীনতা দিবসের ভাষণ যথেষ্ট কার্যকর হয়েছে।”
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৬/মাহবুব