সম্প্রতি অাপত্তিকর বিষয়বস্তু প্রচার করার অভিযোগ এনে ভারতীয় সকল টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার জের ধরে এর আগে বলিউডের ছবি প্রচার বন্ধ করে দেয় পাকিস্তান।
আগামী ১৫ অক্টোবরের পর যেসকল টিভি চ্যানেল ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ পালনে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানায় পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক পেমরা।
স্যাটেলাইট টিভি চ্যানেল ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে অবৈধ ভারতীয় বিষয়বস্তু প্রচারের অভিযোগ পেয়েই এই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটি দাবি করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার